কুয়াকাটায় নারী পর্যটকের মরদেহ উদ্ধার


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৫:২৯ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২২


কুয়াকাটায় নারী পর্যটকের মরদেহ উদ্ধার
কুয়াকাটার হোটেল ঝিলিক- ছবি: সংগৃহীত

কুয়াকাটায় হোটেল ঝিলিক নামের একটি আবাসিক হোটেল থেকে অজান্তা বেগম নামের এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।


শনিবার (১৭ ডিসেম্বর) ওই নারীর অবস্থানকৃত রুমের সিলিংয়ের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। 


হোটেল সূত্রে জানা যায়, ১৬ই ডিসেম্বর কুয়াকাটায় ঘুরতে এসে স্বামী-স্ত্রী পরিচয়ে সুজন (৩২) ও অজান্তা বেগম নামের দুজন পর্যটক হোটেল ঝিলিকের ২০৪ নাম্বার রুম ভাড়া নেয়। পরে গতকাল সারাদিন তারা হোটেল অবস্থান সহ বাহিরেও ঘোরাঘুরি করে বলে জানায় তারা।


হোটেল ঝিলিকের মালিক লিয়াকত আলী জানান, আজকে সকাল ১০টায় হোটেল চেক আউটের সময় হলে তাদেরকে ফোন দেয়া হয়। ফোনে না পেয়ে রুমে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাওয়া যায় নি।


মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঝুলন্ত অবস্থা থেকে এই নারী পর্যটকের লাশ উদ্ধার করেছি। তবে স্বামী পরিচয় দেয়া সুজনকে পাওয়া যায় নি। ওইরুম থেকে আলামত হিসাবে একটি স্মার্ট ফোন, একটি জামাকাপড়ের ব্যাগ জব্দ করা হয়েছে।