সৌদি থেকে ১৬ দিন পর ফিরলো জসীমের মরদেহ

প্রবাসীদের জীবন কখনো সুখের হয় না। তবু ও মানুষ প্রবাসী হয়। পরিবারের মানুষ গুলোকে একটু ভালো রাখার আশায়, পরিবারের মানুষগুলোর স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়ে পাড়ি জমায় দূরপ্রবাস নামের যন্ত্রণায়।
বিজ্ঞাপন
প্রবাসীদের জীবন কখনো সুখের হয় না। তবু ও মানুষ প্রবাসী হয়। পরিবারের মানুষ গুলোকে একটু ভালো রাখার আশায়, পরিবারের মানুষগুলোর স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়ে পাড়ি জমায় দূরপ্রবাস নামের যন্ত্রণায়। তেমনি প্রবাসে পাড়ি দিয়েছিলেন জসীম হোসেন। আজ ফিরলেন লাশ হয়ে।
জসীম যশোর জেলার ঝিকরগাছা থানার চাঁপাতলা গ্রামের ছেলে। দীর্ঘ ১৬ দিন পর দেশে আসলো সড়ক দুর্ঘটনায় নিহত জসীমের মরদেহ । ছেলের লাশের পাশে অঝরে কাঁদছে আত্নীয়স্বজনরা ।
বিজ্ঞাপন
জীবন-জীবিকার তাগিদে সৌদি আরবে কাজ করতে গিয়েছিলেন জসীম হোসেনে। জসীম ও তার বন্ধু বাসা থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তাদের উপর আছড়ে পরে। এতে তার বন্ধু বাঁচতে পারলেও ঘটনা স্থলেই জসীমের মৃত্যু হয় ।
বিজ্ঞাপন
আরএক্স/








