দৃষ্টিশক্তি হারালেও জীবনযুদ্ধে হার মানেনি মৃত্যুঞ্জয়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দৃষ্টিশক্তি হারালেও জীবনযুদ্ধে হার মানেনি মৃত্যুঞ্জয়

সুনামগঞ্জের দিরাই উপজেলার কর্নগাও গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী যুবক মৃত্যুঞ্জয় বিশ্বাস তার দু’হাতের শৈল্পিক ছোঁয়ায় কুলা, চাটাই, চাঙারি, টুকরি, ডালা, চালুনি, পলো, ঝুড়ি ও হাঁস-মুরগির খাঁচাসহ বাঁশ ও বেতের নানান সৌখিন জিনিসপত্র। তবে পুঁজির সংকট ও বাজারজাত করণে সমস্যার কারণে তিনি নায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। 

এদিকে জেলা সমাজসেবা অফিস জানায় দ্রুত তাকে সুদ বিহীন ঋণ দেয়ার কথা। 

কর্ণগাও গ্রামের বীরেন্দ্র বিশ্বাস ও সুচিত্রা বিশ্বাস দম্পতির বড়ো ছেলে মৃতুঞ্জয় বিশ্বাস চোখের জটিল রোগের কারণে ১২ বছর বয়সে তার দুচোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়। দৃষ্টিশক্তি হারালেও জীবনযুদ্ধে হার মানেনি মৃত্যুঞ্জয়। সে মনের আন্দাজে বাঁশ ও বেতের কাজ শিখে সংসারের হাল ধরে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির আঙ্গিনায় বসে তৈরি করে বাঁশ বেতের বিভিন্ন সামগ্রী। বাঁশ কাটা, বেত তোলা, বুননের কাজ সে একাই করে। চোখের দৃষ্টি হারানোর পর থেকে সে মনের আন্দাজে একাজ শিখেছে। প্রতিদিন সে ১০ টি টুকরি তৈরি করতে পারে উৎপাদিত টুকরির স্থানীয় বাজার দাম ৩০০ টাকা । 

এ বিষয়ে জেলা সমাজসেবা কর্মকর্তা সুচিত্রা রায় জনবাণীকে বলেন, সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। 

এসএ/