নির্মাণধীন কালভার্টে উঠে অ্যাম্বুলেন্স খাদে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নির্মাণধীন কালভার্টে উঠে অ্যাম্বুলেন্স খাদে

চরফ্যাশন-ভোলা আঞ্চলিক মহাসড়কে অ্যাম্বুলেন্স খাদে পড়ে ড্রাইভার আঃ সহিদ (২৪) আহত। ভোলা থেকে চরফ্যাশন আসার পথে আলিয়া মাদরাসা সংলগ্ন সড়কের উপর নির্মাণাধীন কার্লভাটের রডের উপর তিনফুট পানির নীচে অ্যাম্বুলেন্স পড়ে যায়।

শনিবার (৫ ফেব্রুয়ারি) আনুমানিক ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে।  

মাইক্রো ড্রাইভার সাইফুল ইসলাম জানান, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে চরফ্যাশন থেকে অ্যাম্বুলেন্সে রোগীবহন করে ভোলা পৌঁছে দিয়ে চরফ্যাশনে ফেরার পথে শনিবার ভোর আনুমানিক ৪ টার দিকে চরফ্যাশন আলিয়া মাদরাসা সংলগ্ন বাইপাস সড়ক অতিক্রম না করে সোজা নির্মাণাধীন কালভার্টের খাদে পড়ে যায়। গভীর রাতে আশপাশে কোন লোকজন না থাকায় ড্রাইভার আঃ শহিদ আহত হয়ে নিজের প্রচেষ্ঠায় দূর্ঘটনাস্থল থেকে বের হয়ে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা নেয়। তার মাথা ও হাতপা জখম হয়।

চরফ্যাশন হাসপাতালের স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বশাক বলেন, দূর্ঘটনা অ্যাম্বুলেন্সটি ছিল প্রাইভেট কোম্পানীর। আহত ড্রাইভার রাতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এসএ/