২৭ দফা ঘোষণা করবে বিএনপি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৭ পিএম, ১৯শে ডিসেম্বর ২০২২

বিকেলে ২৭ দফা রূপরেখা ঘোষণা করবে বিএনপি। আজ সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, রূপরেখা ঘোষণা অনুষ্ঠানে সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতা, দলসমর্থিত সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ২৭ দফা ঘোষণা দিবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
জেবি/ আরএইচ/