বিএনপি মার্শাল ডেমোক্রেসি ফিরিয়ে আনতে চায়: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৯ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২২

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রাষ্ট্র সংস্কারের কথা বলে মার্শাল ডেমোক্রেসি ফিরে আনতে চায়।
সোমবার (১৯ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ডিআরইউর নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, তাহলে তারা কি রাষ্ট্র সংস্কারের নামে জিয়াউর রহমানের মার্শাল ডেমোক্রেসিতে নিয়ে যেতে চায় সেটি হচ্ছে আমার প্রশ্ন। পৃথিবীর সকল নেতারা বাংলাদেশের প্রসংশা করছে।
তিনি বলেন, বিএনপি শুরু থেকে তাদের কার্যালয়ে পুলিশের তল্লাশি নিয়ে অতিরঞ্জিত করে বক্তব্য রাখছে। পুলিশ তল্লাশি করে সেখানে তাজা বোমা পেয়েছে। যে অফিসে তাজাবোমা পাওয়া যায় সেখানে তন্নতন্ন করে তল্লাশি করা স্বাভাবিক।
তথ্যমন্ত্রী বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন যদি এ সরকার না চান তাহলে নির্বাচনে আসেন। তখন বোঝা যাবে জনগণ এ সরকারকে চায় নাকি তাদের চায়। তারাতো জনগণের কাছে বহুবার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, এখন মামলা হলেই সাংবাদিকদের গ্রেফতার করা যায় না। ডিজিটাল নিরাপত্তা আইনকে এখন জামিনযোগ্য করা হয়েছে। এটি নিয়ে যে প্রশ্ন ছিল, তার অনেকগুলোর নিরসন করা হয়েছে।