জানা গেল রমজানের সম্ভাব্য তারিখ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৫:৩১ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২২


জানা গেল রমজানের সম্ভাব্য তারিখ
প্রতীকী ছবি

শেষের পথে ২০২২ সাল। আসছে নতুন বছর ২০২৩। নতুন বছরকে ঘিরে নতুন পরিকল্পনা সাজাতে ব্যস্ত সবাই। এদিকে রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।


সংবাদমাধ্যমটি বলছে, জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৩ সালে মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সাম্ভব্য তারিখ জানিয়েছেন। জ্যোতির্বিজ্ঞানীদের গণনা অনুসারে ২০২৩ সালে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হতে পারে ২৩ মার্চ (বৃহস্পতিবার)। সেই হিসাবে চন্দ্রবর্ষ অনুযায়ী বাংলাদেশে রমজান শুরু হতে পারে ২৪ মার্চ।


জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, আরবি মাসগুলো যেহেতু চাঁদ দেখার ওপর নির্ভরশীল তাই আগামী বছরের (২০২৩) ২২ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ২৩ মার্চ থেকে প্রথম রোজা শুরু হবে।


সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, ২০২৩ সালে রমজান ২৩ মার্চ থেকে শুরু হয়ে ২৯ দিন পূর্ণ হতে পারে।