লাখে ১৬০০, কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


লাখে ১৬০০, কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি

মেহেরপুরে দুই শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা একটি সমবায় সমিতির পরিচালক। ১ লাখ টাকায় প্রতিমাসে ১৬০০ টাকা দেয়ার প্রলোভন দেখানো হয় গ্রাহকদের। অনেক দরিদ্র পরিবারও সমিতিটিতে টাকা জমা রাখে। কয়েক মাস লাভের টাকা দিলেও সম্প্রতি অফিসে তালা ঝুলিয়ে সটকে পড়ে পরিচালক।

ভুক্তভোগী গ্রাহকদের মধ্যে আছেন মনোয়ারা খাতুন নামের এক নারীও। তার স্বামী দৃষ্টি প্রতিবন্ধি। গরু-ছাগল লালন পালন করে সংসার চালান ষাটোর্ধ্ব এই নারী। বাড়তি আয়ের আশায় বহু কষ্টে জমানো ১ লাখ ৬০ হাজার টাকা রেখেছিলেন প্রতারক এই স্বর্ণালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিতে। সম্প্রতি সমিতির পরিচালক টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ায় দিশেহারা মনোয়ারা খাতুন।

গাড়াবাড়িয়া গ্রামেরই জারাফাত ইসলাম, স্কুল পিওন ছিলেন। অবসরের পর প্রাপ্ত ২ লাখ টাকা রেখেছিলেন একই সমবায় সমিতিতে। শেষ সম্বলটুকু হারিয়ে এখন নিঃস্ব তিনি।

শুধু গাড়াবাড়িয়া গ্রামই নয়, এমন প্রতারণার শিকার হয়েছেন গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ। স্বর্ণালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, গ্রাহকদের ১ লাখ টাকায় মাসে ১৬০০ টাকা দেয়ার প্রলোভন দেখায়। সম্প্রতি কার্যালয়ে তালা ঝুলিয়ে ২ শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে সমিতির পরিচালক মাহিরুল ইসলাম।

সমিতির মাঠ কর্মীদের দাবি, পরিচালক কোথায় আছেন বা টাকা-পয়সার কি অবস্থা কিছুই জানা নেই তাদের। সমিতিটি দীর্ঘদিন ধরে আইনবর্হিভূত কার্যক্রম চালিয়ে আসলেও কিছুই জানা নেই বলে দাবি উপজেলা সমবায় কর্মকর্তার। গ্রাহকদের আইনগত পদক্ষেপ নেয়ার পরামর্শ তার।

এদিকে, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। টাকা ফেরতের দাবিতে মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা।

এসএ/