এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২২


এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২
উৎসবের আয়োজন করে আসছে শিল্পকলা একাডেমি

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গত (৯ ডিসেম্বর) শুক্রবার শুরু হয়েছে ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২’। প্রদর্শনী চলবে আগামি ৭ জানুয়ারি পর্যন্ত। এ বছর বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মিসর, তুরস্ক, পর্তুগাল, ভেনেজুয়েলাসহ বিশ্বের ১১৪ দেশের ৪৯৩ জন শিল্পী অংশগ্রহণ করেছে।


বিগত চার দশক ধরে এই উৎসবের আয়োজন করে আসছে শিল্পকলা একাডেমি। দুই বছর পর পর অনুষ্ঠেয় এই আয়োজন করোনার কারণে ২০১৮ সালের পর কয়েক দফা পিছিয়ে এ বছর আবার শুরু হয়েছে। শিল্পের এই মহাযজ্ঞ ইতিমধ্যে পরিচিতি পেয়েছে এশিয়ার বৃহৎ চারুকলা প্রদর্শনী হিসেবে।চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম জনবাণীকে জানান এ বছরও প্রদর্শনীর শিল্পকর্মের ওপর থাকছে পুরস্কার। নয়টি শাখায় পুরস্কার হিসেবে দেওয়া হবে পাঁচ লাখ টাকা মূল্যমানের তিনটি গ্র্যান্ড এবং তিন লাখ টাকা মূল্যমানের ছয়টি সম্মানসূচক পুরস্কার। পুরস্কারের বিচারক ছিলেন বাংলাদেশের বরেণ্য শিল্পী রফিকুন নবী, শ্রীলঙ্কার জগৎ ভিরাসিংহে, তুরস্কের নারসেরিন টর, যুক্তরাজ্যের ইয়োনা ব্লাজউইক ও পোল্যান্ডের শিল্পী জ্যারোস্ল সুহান।