Logo

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ দলের জনসভা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ডিসেম্বর, ২০২২, ১২:৫৬
মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ দলের জনসভা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান শিখা চিরন্তনের পাদদেশে জনসভা করেছে ১৪ দল। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

 

সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে শিখা চিরন্তন প্রাঙ্গণে আলোচনা সভায় যোগ দেন।

বিজ্ঞাপন

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমিপ, ঢাকা দক্ষীন সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

বিজ্ঞাপন

এছাড়া উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় জাসদ (একাংশের) সাধারণ সম্পাদক শিরিন আক্তার, জাতীয় পার্টি-জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, গণ আজাদী লীগের সভাপতি এড. এস কে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন, তরিকত ফেডারেশন চেয়ারম্যান নজিবুল হক মাজভান্ডারি, অসিত বরণ, সমাজতান্ত্রিক দলের সভাপতি রেজাউর রশিদ খানসহ আরও অনেকে।

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD