নয়াপল্টনে বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৬ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২২

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পঞ্চগড়ে গণমিছিলে পুলিশের গুলিতে নিহত আব্দুর রশিদ আরেফিনের গায়েবানা জানাজার নামাজ পড়েছেন দলটির নেতাকর্মীরা।
রবিবার (২৫ ডিসেম্বর) আসরের নামাজের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা এবং সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। পরে নিহত আব্দুর রশিদ আরেফিনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।