রংপুরে জামায়াতের জনসভায় নেতা-কর্মীদের ঢল
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫

চব্বিশের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আবু সাঈদের খুনিসহ ফ্যাসিস্টদের বিচার, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, রাজনৈতিক সংস্কার ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ চার দফা দাবিতে রংপুরে জামায়াতে ইসলামীর অনুষ্ঠিত হচ্ছে জনসভা।
শুক্রবার (০৪ জুলাই) বেলা ৩টায় ঐতিহ্যবাহী রংপুর জিলা স্কুল মাঠে শুরু হয়েছে এ জনসভা। প্রায় দেড় যুগ পর রংপুরে জামায়াতের এই জনসভা ঘিরে ঢল নেমেছে সাধারণ মানুষের মধ্যে। রংপুরে দেড় যুগ পর জামায়াতের জনসভা, মানুষের ঢল। জিলা স্কুল মাঠ পূর্ণ হয়ে জনস্রোত পৌঁছে গেছে প্রধান সড়কসহ আশপাশের এলাকা পর্যন্ত। এর আগে সকাল থেকে বিভাগের বিভিন্ন প্রান্ত হতে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন।
আরও পড়ুন: যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব: নাহিদ ইসলাম
দুপুরে মাঠেই জুমার নামাজ আদায় করেন জনসভায় আসা মানুষ। নামাজে ইমামতি করেন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের রংপুর জেলার সভাপতি অধ্যাপক মাওলানা নুরুল আমিন।
বিভাগীয় এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে আছেন দলটির নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান এছাড়া জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেবেন জনসভায়।
আরও পড়ুন: উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন
রংপুর মহানগরী ও জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিভাগীয় এই জনসভা উপলক্ষে রংপুর জিলা স্কুল মাঠে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মাঠের ভেতরে প্রবেশের জন্য নতুন দুটি প্রবেশপথ তৈরি করা হয়েছে। রয়েছে নারীদের পর্দার সঙ্গে বক্তব্য শোনার আলাদা ব্যবস্থা তাও।
জনসভাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে মাইকিংয়ের পাশাপাশি রংপুর নগরের গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। বড় বড় বিলবোর্ড লাগানো হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। সেইসঙ্গে পোস্টার, ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায়।
রংপুর বিভাগীয় জনসভা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব কেএম আনোয়ারুল হক কাজল বলেন, আগামী নির্বাচন ঘিরে আমাদের আজকের এই জনসভা নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করবে।
এমএল/