রংপুর সিটি নির্বাচন: ভোট সুষ্ঠু করতে প্রস্তুত কমিশন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১০ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২২

আজ রবিবার মাঝারতে শেষ হচ্ছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। শেষ দিনে অনেকটা ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা।
রবিবার (২৫ ডিসেম্বর) সকালে নগরীর স্টেশন রোড থেকে প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
অন্যদিকে নগরীর চিড়িয়াখানা রোড এলাকায় প্রচারণায় নেমে আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া অভিযোগ করেন, ভোটারদের ভয় দেখাচ্ছে লাঙল প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকরা। তবে, সুষ্ঠু ভোট নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তিনি।
নির্বাচনের মাঠে কাউন্সিলর পদেও আভাস মিলছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। শেষ সময়ে তারাও চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ।
প্রচারণা শেষে আগামীকাল সোমবার ভোট কেন্দ্রে সরঞ্জাম পাঠাবে নির্বাচন কমিশন। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা বলছে ইসি।