ভোট সুষ্ঠু হচ্ছে: ডালিয়া
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২২

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া বলেছেন,নির্বাচনে ‘সুষ্ঠু ভোট’ হচ্ছে। আমি জয়ের বিষয়ে আশাবাদী।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) নগরীর লায়ন্স স্কুল কেন্দ্রে ভোট দিতে এসে এসব কথা বলেন তিনি।
ডালিয়া বলেন, রংপুরের মানুষ নৌকার সঙ্গে আছেন। ভোটাররা উন্নয়নের স্বার্থে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন।
তিনি আরও বলেন, ভোটের পরিবেশ চমৎকার আছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরবাসী ভোট দিতে কেন্দ্রে আসছেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। বিজয়ী হয়ে নগরবাসীকে দেওয়া ইশতেহারগুলো বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।
জেবি/ আরএইচ/