রসিকের ভোটগ্রহণ ৮ টা পর্যন্ত গড়াবে: সিইসি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৫:৩১ পূর্বাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২২


রসিকের ভোটগ্রহণ ৮ টা পর্যন্ত গড়াবে: সিইসি
রংপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ পর্যবেক্ষন করেন সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ নির্বাচন কমিশনাররা- ছবি: সংগৃহীত

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম ব্যালটের চেয়ে ধীর গতির। এছাড়াও ভোটার উপস্থিতি অনেক বেশি। এজন্য রসিকের ভোট রাত ৮ টা পর্যন্ত হবে।


মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অফিসিয়াল ভোটগ্রহণ শেষে বিকেল তিনি নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান।


সিইসি বলেন, ভোটার উপস্থিতি ব্যাপক ছিল। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলকও হয়েছে। তুলনামূলকভাবে ইভিএমটা ব্যালটের চেয়ে স্লো। এখনো লোক লাইনে দাঁড়িয়ে আছে। এটা শেষ হতে রাত সাতটা-আটটা হতে পারে। 


ধীরগতি দুটি কারণে হয়। ভোটার উপস্থিতি বেশি হলে হয়। এর ইতিবাচক দিক আছে। ইভিএমের সমস্যা সব সময় একই।