স্বৈরাচার উৎখাত হয়েছে, এবার নতুন দেশ গড়ার সংগ্রাম: নাহিদ ইসলাম
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘২০২৪ সালে স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাতের লক্ষ্য নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম। স্বৈরাচার উৎখাত হয়েছে, কিন্তু নতুন দেশ এখনও গঠন হয়নি। এবার আমরা সেই নতুন দেশ গঠনের জন্য রাজপথে নেমেছি।”
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় গাইবান্ধা পৌর পার্কের কড়াইতলায় অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ছেলে হত্যার সুষ্ঠু বিচার চাইলেন শহীদ আবু সাঈদের বাবা
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা গাইবান্ধা থেকে ৬৪ জেলায় যাব। আমার সরকারের কাছ থেকে জুলাই ঘোষণাপত্র আদায় করব। এই ঘোষণাপত্রে থাকবে জনগণের অধিকার এবং দায়িত্বের কথা।”
তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি কোনো গোষ্ঠীভিত্তিক দল নয়; এটি সব জাতি ও পেশার মানুষের প্রতিনিধিত্বকারী একটি আন্দোলনমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, আজ জুলাই মাসের ১ তারিখ। ২০২৪ সালের এইদিন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই গণঅভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছিল। সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক ও ন্যায্য দাবিতে আন্দোলনে নেমে এসেছিল।
তিনি বলেন, সেই আন্দোলনে যখন খুনি হাসিনার সরকার পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে দমন-পীড়ন চালায়, ছাত্র এবং সাধারণ জনগণের ওপরে নির্বিচারে গুলি চালায় ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণ সবাই এক দফার দাবিতে রাজপথে নেমে এসেছিল। সেই গণঅভ্যুত্থানে গাইবান্ধায় ৬ জনেরও বেশিসহ সারাদেশে হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছে।
হাজার হাজার মানুষ আহত হয়েছিল একটা নতুন বাংলাদেশের জন্য জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, এই বাংলাদেশে বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে। যে বাংলাদেশে কথা বলতে গেলে পুলিশ আপনার ওপর গুলি বর্ষণ করবে না। আপনি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন। জুলাই গণঅভ্যুত্থান সেই প্রতিবাদ শিখিয়েছে আমাদের।
আরও পড়ুন: শতবর্ষী কড়ই গাছের ভেতরে আগুন, কৌতূহলে এলাকাবাসী
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পথেই বাংলাদেশকে চলতে হবে।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাইফুল্লাহ হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আসাদুল্লাহ আল গালিব, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়ন, সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) মোহাম্মদ আতাউল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য ফিহাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসডি/