শতবর্ষী কড়ই গাছের ভেতরে আগুন, কৌতূহলে এলাকাবাসী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলস্টেশনে শতবর্ষী একটি কড়ই গাছের ভেতরে হঠাৎ আগুন ধরে যাওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে এই ঘটনাটি ঘটে, এবং তা নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
স্থানীয়দের মতে, গাছটির বাইরের অংশ সম্পূর্ণ অক্ষত থাকলেও ভেতরে আগুনের শিখা দেখা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু পুরোপুরি আগুন নেভানো সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের কোনো নির্দিষ্ট উৎস পাওয়া যায়নি। কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বজ্রপাত বা গ্যাস জমে আগুন লাগতে পারে। আবার অনেকেই এই ঘটনাটিকে অলৌকিক বলেও মনে করছেন। এলাকায় ছড়িয়ে পড়া এই খবরের পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে গাছটি দেখতে হাজির হচ্ছে।
স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, গাছটি রেলওয়ের জমিতে অবস্থিত। ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সফল হয়নি। পরে রেলওয়ে এবং বন বিভাগকে অবহিত করা হয়েছে, এবং তারা এখন গাছটির ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।
এলাকার মানুষদের মধ্যে অনেকেই এই আগুনকে অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন। কিছু স্থানীয় বাসিন্দা জানান, তাঁরা যখন গাছটির কাছে আসেন, তখন সত্যিই গাছের ভেতরে আগুন দেখতে পান। তবে আগুনের উৎস সম্পর্কে সবাই একমত নন। এক স্কুল শিক্ষার্থী বলেন, “আমি সকালে শুনেছি গাছের ভেতর আগুন জ্বলছে। বান্ধবীদের নিয়ে এসে তা দেখতে এসেছি।”
এখন পর্যন্ত গাছটির ভেতর আগুনের ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এই অদ্ভুত ঘটনার কারণে স্থানীয় এলাকায় আলোচনা-সমালোচনা তুঙ্গে পৌঁছেছে।
এ ঘটনার তদন্ত চলছে এবং স্থানীয় প্রশাসন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। আশা করা যাচ্ছে, কিছু দিনের মধ্যে এই রহস্যের মীমাংসা হবে এবং আগুনের উৎস জানা যাবে।
আরএক্স/