মাহিকে মনোনয়ন কেনার অনুমতি দেওয়া হয়েছে: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৭ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার জন্য মাহিয়া মাহিকে অনুমতি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মাহিয়া মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চাচ্ছেন। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি আমি। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি, মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
কাদের বলেন, মাহিয়া মাহি নিজেও আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তিনি আওয়ামী লীগ করেন। এ কারণে তাকে মনোনয়ন ফরম কেনার জন্য অনুমতি দেওয়া হয়েছে।