Logo

দেশে চোরাই মোবাইলের মজুদ চকরিয়ায়!

profile picture
জনবাণী ডেস্ক
৩০ ডিসেম্বর, ২০২২, ১২:৫৭
19Shares
দেশে চোরাই মোবাইলের মজুদ চকরিয়ায়!
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় চোরাই মোবাইল সেট মজুদের দোকানের সন্ধান মিলেছে। যেখানে একটি মার্কেটের ৩ টি দোকান থেকে ১৯১ টি চোরাই মোবাইল সেট সহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

কক্সবাজারের চকরিয়ায় চোরাই মোবাইল সেট মজুদের দোকানের সন্ধান মিলেছে। যেখানে একটি মার্কেটের ৩ টি দোকান থেকে ১৯১ টি চোরাই মোবাইল সেট সহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হলেও বিস্তারিত জানিয়ে বৃহস্পতিবার কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আটকরা হলেন, চকরিয়ার ফাঁসিয়াখালীর মৃত রাজা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০), তার ভাই শহিদুল ইসলাম (১৯), চকরিয়ার বরইতলী এলাকার শাহজাহানের ছেলে আবু তাহের (২০)।

বিজ্ঞাপন

এদের মালিকাধিন লাইভ টেলিকম-১, ২, ৩ নামক দোকান থেকে ১৯১ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২৯ লাখ টাকা।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অলক বিশ্বাস জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই করা মোবাইল সেট মজুদ করা হয় এই তিনটি দোকানে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হওয়ার ১৯১ টি মোবাইল সেটের বেশিভাগ আইএমইআই নম্বর পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞাপন

আটকরা স্বীকার করেছেন সারাদেশে তাদের নির্ধারত লোকজন রয়েছে। যারা চোরাই সেট এনে দেন। এসব সেট কম মূল্যে ক্রয় করে আইএমইআই নম্বর পরিবর্তন করে বাজারে বিক্রি করেন তারা। এব্যাপারে মামলা করে আটকদের আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD