মগবাজার পর্যন্ত গণমিছিল করবে বিএনপি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৩ এএম, ৩০শে ডিসেম্বর ২০২২

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি নয়াপল্টন থেকে শুরু হয়ে মগবাজার চৌরাস্তায় গিয়ে শেষ হবে। আমাদের গণমিছিল হবে শান্তিপূর্ণ।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর দুপুর ২ টায় নেতাকর্মীরা জমায়েত হবে এবং মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে মগবাজার চৌরাস্তা ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ হবে।
ডা. জাহিদ বলেন, গণমিছিল করা আমাদের সাংবিধানিক অধিকার। সেটার জন্যই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়ার জন্য ডিএমপি কার্যালয়ে গিয়েছিলাম। ডিএমপি আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে বলে তারা আশ্বস্ত করেছেন।