১২০ কেজি ওজনের হাঙর শিকার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


১২০ কেজি ওজনের হাঙর শিকার

চট্টগ্রামের সন্দ্বীপে প্রায় ১২০ কেজি ওজনের একটি হাঙর শিকার করেছে জেলেরা। শুক্রবার বিকেলে উপজেলার সন্তোষপুর ইউনিয়নে হাঙরটি ধরা পড়ে। আইন অনুযায়ী হাঙর ধরা নিষিদ্ধ হলেও প্রতিনিয়ত হাঙর ধরছে সন্দ্বীপের জেলেরা।

এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক বলেন, হাঙর ধরা পড়ার পর আমি বিষয়টি জেনেছি। তবে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই হাঙরটি ৩২ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে জেলেরা। এরপর সেটি বিক্রির জন্য চট্টগ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে।

গত ২৬ জানুয়ারি উপজেলার স্বর্ণদ্বীপে ১২০ কেজি ওজনের একটি হাঙর, ৭ জানুয়ারি উপজেলার হরিশপুর ২ নম্বর ঘাটের জেলেদের জালে ১৫০ কেজি ওজনের একটি হাঙর ধরা পড়ে।

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ সূত্র জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ আইন (২০১২) অনুযায়ী, হাঙর ধরা সম্পূর্ণ বেআইনি। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে ৫০ হাজার টাকা জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

চট্টগ্রামের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, হাঙর ধরার বিষয়টি আমার জানা নেই।

এসএ/