ওবায়দুল কাদেরের সঙ্গে মাহিয়া মাহির সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৬ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২২

অভিনেত্রী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মাহিয়া মাহি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মাহি ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ সাবেক ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন। মাহির সঙ্গে ছিলেন তার স্বামী।
এর আগে বিকেলে ধানমন্ডি থেকে তিনি নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে আমি জিতব। এই আসন নৌকাকে এনে দেব।’