বিএনপির গণমিছিল: সতর্ক অবস্থানে আওয়ামী লীগ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২২

বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গার মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছে আওয়ামী লীগ।
বিএনপি কর্মসূচি যেনো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, তাই রাজপথে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন দলটির নেতারা।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপির একটি গণমিছিল শুরু হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়ে।
বিএনপির কর্মসূচির দিনে বিভিন্ন রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশও করবেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকালে শ্যামলী ও মিরপুরের সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দেবেন।
আরএক্স/