আ.লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে: পরিবেশমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৭ পূর্বাহ্ন, ১লা জানুয়ারী ২০২৩
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বীর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। তাঁদের জাতির শ্রেষ্ঠ সন্তানের মর্যাদা দিয়েছে। বীর মুক্তিযোদ্ধাগণ মারা গেলে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চাল, আটা, তেল, চিনি রেশন প্রদান সহ মাসিক ৫০ হাজার টাকা ভাতা প্রদান করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে এতো সম্মান প্রদানের কথা চিন্তাও করা যেতো না।
শনিবার (৩১ ডিসেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২৫ টি বীর নিবাস এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন ।
পরিবেশ মন্ত্রী বলেন, বড়লেখায় প্রতিটি গৃহ ১৪ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে ২৫ বীর মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে, আরও ২৩টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ডাইনিং রুম, বসার রুম, ২টি বাথরুম, কিচেন, ২টি বেডরুম, বেলকনি, বিদ্যুৎ ও পানির সুব্যবস্থাসহ আধুনিক সুযোগ সুবিধা থাকছে। ভবিষ্যতে মুক্তিযোদ্ধাগণ দুনিয়ায় না থাকলেও তাঁদের এই গৃহ দেখে ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ।