বিএনপি বুঝতে পেরেছে তাদের সঙ্গে জনগণ নেই: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৮ পূর্বাহ্ন, ১লা জানুয়ারী ২০২৩

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমিছিলের নামে বিএনপি-জামায়াত ঢাকা শহরে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু পুরো শহরজুড়ে আ.লীগ নেতাকর্মীদের সতর্ক অবস্থানের কারণে বিশৃঙ্খলা করা সম্ভব হয়নি।
শনিবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড়স্থ নিজ বাসভবনে সাংবাদিকদেরকে এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ১০ ডিসেম্বর বিএনপি বুঝতে পেরেছে তাদের সঙ্গে জনগণ নেই। ১০ লাখ মানুষের সমাবেশ করবে বলে তারা বড়জোর ৫০/৬০ হাজার জমায়েত করতে পেরেছে। এরপর থেকেই বিএনপি আসলে হতাশ
মন্ত্রী বলেন, বিএনপি বিদেশিদের পদলেহন করার নীতি অবলম্বন করেছে। সেটি করেও কোনো লাভ হয়নি। তারা যেভাবে মনে করেছিল বিভিন্ন রাষ্ট্র বা দূতাবাসের কর্মকর্তারা তাদের পক্ষে নানা ধরনের কথা বলবেন; সেটি আপনারাও দেখতে পারছেন। সেটি হয়নি।
তথ্যমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন, পদ্মা সেতু উদ্বোধনের পর সারাদেশ কীভাবে উল্লসিত ছিল। সবাই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র, ভারত- এমনকি পাকিস্তানও অভিনন্দন জানিয়েছে। কিন্তু বিএনপি সেই অনুষ্ঠানে যোগ দেয়নি।
জেবি/ আরএইচ/