বিএনপি থেকে পদত্যাগ করলেন আবদুস সাত্তার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৬ এএম, ১লা জানুয়ারী ২০২৩

জাতীয় সংসদ থেকে পদত্যাগের পর এবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদও ছেড়েছেন সাবেক প্রতিমন্ত্রী আবদুস সাত্তার ভূঁইয়া।
গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দলের চেয়ারপারসনের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি।
তার ছেলে মাঈনুল হাসান ভূঁইয়া বলেন, আমার বাবা প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে আছেন। তার বয়স হয়েছে। তাছাড়া আমার বাবা টানা ২৭ বছর জেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা। দলের সিদ্ধান্তে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু গত নির্বাচনের পর থেকে কেন্দ্রীয় ও জেলা বিএনপির কোনো ব্যাপারেই তাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় না।
নিজ উপজেলা কমিটি গঠনের ব্যাপারেও তার বাবার পরামর্শ নেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কল করলেও ধরেন না। তাই সম্মান থাকতে আমার বাবা দল থেকে পদত্যাগ করেছেন।