বৈদ্যুতিক তারে ফানুস পড়ায় মেট্রোরেল চলাচল বন্ধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৯:২৮ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৩
ইংরেজি বর্ষবরণে নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীসহ দেশের বিভ্ন্নি স্থানে ফানুস ওড়ানো হয়। শনিবার রাতে ঢাকায় ওড়ানো কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়ে।
এতে দুর্ঘটনা এড়াতে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এখন ফানুস অপসারণের কাজ চলছে।
রবিবার (১ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এ তথ্য জানা গেছে।
ডিএমটিসিএল সূত্র জানায়, ফানুসের ফলে বৈদ্যুতিক রে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো।
রাজধানীতে থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো ধরনের আয়োজন করার সুযোগ ছিল না। কঠোর নিষেধাজ্ঞা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল মানুষেরর বাসাবাড়ির ছাদকেও। কিন্তু তাতে থামিয়ে রাখা যায়নি উদযাপনকে। আতশবাজি আর ফানুসে ভরপুর ছিল ঢাকার আকাশ।