ফানুস সরিয়ে ফের চালু হলো মেট্রোরেল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:০৯ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৩
মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর আটকে যাওয়া ফানুস অপসারণের পর আবার মেট্রোরেলের চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার(১ জানুয়ারি) সকাল ১০টার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
এর আগে ইংরেজি বর্ষবরণে নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীসহ দেশের বিভ্ন্নি স্থানে ফানুস ওড়ানো হয়। শনিবার রাতে ঢাকায় ওড়ানো কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়ে।
এতে দুর্ঘটনা এড়াতে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। পরে সেসব ফানুস অপসারণের পর চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এ তথ্য জানা গেছে।