খন্দকার মাহবুবের দাফন আজিমপুরে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৩


খন্দকার মাহবুবের দাফন আজিমপুরে
বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত খন্দকার মাহবুব হোসেন- ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বসুন্ধরায়। তাকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে।


এসব তথ্য নিশ্চিত করেছেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার।


তিনি বলেন, রবিবার বাদ ফজর প্রথম জানাজা বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টা চৌধুরীপাড়া মাটির মসজিদ, দুপুর ২টা ৩০ মিনিট সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।


এর আগে গতকাল শনিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।