সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল পদ্মা সেতু নির্মাণ: শেখ হাসিনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৩


সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল পদ্মা সেতু নির্মাণ: শেখ হাসিনা
বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ছবি ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সড়কসহ সকল ধরণের চলাচল অবকাঠামোর উন্নয়ন করে চলেছে। সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল পদ্মা সেতু। সেটিও নির্মাণ করা হয়েছে।


রবিবার (১ জানুয়ারি) পূর্বাচলে বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাাসিনা।


প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য ও উন্নয়নের জন্য অবকাঠামো গুরুত্বপূর্ণ। তাই আমরা সড়ক পথ, রেলথ, নৌপথ সব কিছুর আমরা উন্নয়ন করছি। ‘সারা বাংলাদেশ আমাদের ডিজিটাল নেটওয়ার্কে চলে এসেছে।’


তিনি বলেন, আমরা কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা, বেসরকারি খাতে মোবাইল ফোন উন্মুক্ত করে দিয়েছি। যাতে করে সকলে কাছে সেবা পৌঁছায়।


প্রধানমন্ত্রী বলেন, আমরা বিভিন্নভাবে অবকাঠামোগত উন্নয়ন করে, আমরা সারা বাংলাদেশে একটা যোগাযোগ নেটওয়ার্ক করে ফেলেছি। রেল থাকতেই হবে, সেটা আরও উন্নত করতে হবে, আমরা সেটা করে দিয়েছি। মেট্রোরেল চালু হয়েছে।