নতুন বছরে ইতিবাচক রাজনীতিতে ফিরুন, বিএনপিকে কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:০৯ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি আশা করব নতুন বছরে বিরোধীদল ইতিবাচক রাজনীতির ধারায় ফিরবে। এ সময় তিনি নতুন বছরে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার (১ জানুয়ারি) সেতু ভবনে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আশা করে নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিরোধীদল ইতিবাচক ধারায় ফিরবে।
তিনি বলেন, পদ্মা সেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে। যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর।
পরে সেতু ভবনের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন মন্ত্রী।