নতুন বছরের প্রথম দিনে মেট্রোরেলে উপচে পড়া ভিড়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৫ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩


নতুন বছরের প্রথম দিনে মেট্রোরেলে উপচে পড়া ভিড়
বছরের প্রথম দিনে মেট্রোরেলে উপচে পড়া ভিড়- ছবি: সংগৃহীত

আজ রবিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও মেট্রোরেলের স্টেশনের সামনে দেখা মিলেছি অগনিত মানুষের ভিড়।


সকাল ৮টার আগে থেকে শতশত মানুষ ভিড় করেছেন আগারগাঁও স্টেশনের সামনে। কেউ এসেছেন পরিবার-পরিজন নিয়ে, কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে। 


মেট্রোরেল চালুর প্রথম দিন থেকেই ভিড় চোখে পড়ার মতো। তাদের পাশাপাশি উত্তরা গিয়ে অফিস করেন এমন যাত্রীও দেখা যাচ্ছে এই ট্রেনে। 


অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বছরের প্রথম সূর্য্য যখন কুয়াশার চাদরে ঢাকা, তখনই তারা স্টেশনে এসে পৌঁছেছেন। সকাল ৮টায় এসেও দীর্ঘ লাইনে পড়তে হয়েছে তাদের।


মেট্রোরেলের যাত্রী হতে আসা ব্যক্তিরা জানান, বছরের প্রথম দিনটিকে স্বরণীয় করতে রাখতে চান তারা।


হিমেল রয় নামের এক যাত্রী বলেন, ‘গত কয়েকদিন প্রচণ্ড ভিড় ছিল। আজও ভিড় হবে বুঝতে পেরেছিলাম। তবে বছরের প্রথম দিনটিকে স্বরণীয় করে রাখতে চাই।’