তৃতীয় দিনে রেকর্ড পরিমান আয় মেট্রোরেলে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৪১ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩


তৃতীয় দিনে রেকর্ড পরিমান আয় মেট্রোরেলে
মেট্রোরেলের টিকেট কাউন্টার- ছবি: সংগৃহীত

গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে মেট্রোরেলে। এ দিন আয় হয়েছে ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকা।


আজ রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, এসজেটি বিক্রি হয়েছে ৯ হাজার ২৮৯টি। প্রতিটিতে ৬০ টাকা ধরে আয় হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৭১০ টাকা। একই দিনে এমআরটি পাস বিক্রি হয়েছে ১ হাজার ৩৪৮টি, এ খাতে আয় হয়েছে ৬ লাখ ৭৪ হাজার টাকার। মোট ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছে।


এর আগে, প্রথম দিন সিঙ্গেল টিকিট বিক্রি হয়েছিল ৩ হাজার ৯৯৬টি। এছাড়া মেট্রোরেলে যাতায়াতের জন্য ৩০৪টি এমআরটি পাস বিক্রি হয়। 


দ্বিতীয় দিন শুক্রবার ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকার টিকিট বিক্রি হয়।


প্রথম ও দ্বিতীয় দিনের রেকর্ড ছাড়িয়ে গেছে তৃতীয় দিনে। এ দিন ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছে। মানুষ ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছে।