ট্রাকের চাকা বিস্ফোরণে স্বামী-স্ত্রী আহত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩
ট্রাকের চাকা বিস্ফোরণে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় এক দম্পতি আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রবিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন- মো. জসিম উদ্দিন ও তার স্ত্রী মোছা. জুবাইদা আক্তার।
এর মধ্যে জসিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জেবি/ আরএইচ/