ছুরিকাঘাতে প্রাণ গেলও ছাত্রলীগ নেতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৩ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩


ছুরিকাঘাতে প্রাণ গেলও ছাত্রলীগ নেতার
নিহত ছাত্রলীগ নেতা মো. ফিরোজ আহমেদ- ফাইল ছবি

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আগারগাঁওয়ের তালতলা এলাকায় মো. ফিরোজ আহমেদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফিরোজ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ২৮নং ওয়ার্ডের কার্যকরী সদস্য ছিলেন।


রবিবার (১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতের ভাই নূর নবী রিয়াজ জানান, আমার ভাইকে কারা হত্যা করেছে এখনই কিছু বলতে পারছি না। আমরা পরিবার নিয়ে আগারগাঁও তালতলা এলাকায় থাকি।


শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল থেকে এ ঘটনা ঘটেছে।

জেবি/ আরএইচ/