সাত্তার ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:০৮ পূর্বাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৩

সদ্য পদত্যাগ করা বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুস সাত্তার ভূঁইয়াকে নিজ নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) দুটি সভায় উপজেলা বিএনপি নেতারা এ ঘোষণা দেন।
তারা বলেন, উকিল আব্দুস সাত্তার বিগত ৪ বছর সংসদ সদস্য থাকার পরও বিএনপি নেতাদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। তার ছেলে মঈনুল হক তুষার টিআর কাবিখার নামে লুটপাট করেছেন। বিএনপি থেকে পদত্যাগ করে তিনি দলীয় সিদ্ধান্ত না মেনে উপনির্বাচনে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী উপনির্বাচনে উকিল আব্দুস সাত্তার নির্বাচনে অংশ নিলে তাকে প্রতিহত করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার বিএনপি থেকে পদত্যাগ করেন আব্দুস সাত্তার ভূঁইয়া। গতকাল রোববার বিকেলে উপনির্বাচনে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছেন।
এদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকায় আব্দুস সাত্তারকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে।