অর্থ সংকট
ইসলামী ব্যাংককে টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩২ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৩
বেশ কয়েকমাস ধরেই নগদ অর্থ সংকটে ধুঁকছে ইসলামী ব্যাংক। পরিস্থিতি থেকে উত্তরণে উচ্চ সুদে ৮ হাজার কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে ওডি সুবিধায় নেয়া এই টাকা ইসলামী ব্যাংক শোধ করে দিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এই পরিস্থিতিতে সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে ৮ হাজার কোটি টাকার ধার চায় ইসলামী ব্যাংক। ওডি সুবিধার অংশ হিসেবে ৮ হাজার কোটি টাকা দেয় কেন্দ্রীয় ব্যাংক। যার বিপরীতে সুদ গুনতে হয়, ৮ দশমিক ৭৫ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, নিয়ম মেনেই ঋণ নিয়েছে প্রতিষ্ঠানটি। নিয়মনীতি মেনেই ইসলামী ব্যাংক ঋণ দিয়ে থাকে। তারল্য বজায় রাখে, সহায়তা করে থাকে। আর এ ধরনের নীতি সহায়তা বাংলাদেশ ব্যাংকের একটি স্বাভাবিক কার্যক্রম।
যদিও নির্ধারিত সময়ের মধ্যেই ঋণ পরিশোধের কথা জানান কেন্দ্রেীয় ব্যাংকের মুখপাত্র। তিনি বলেন, রাতারাতি ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে একটা সহায়তা নিয়েছে। আবার দ্রুত পরিশোধও করে দিয়েছে।