ভোজ্যতেলে ভ্যাট সুবিধা থাকবে আরও ৪ মাস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৪৪ পূর্বাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৩


ভোজ্যতেলে ভ্যাট সুবিধা থাকবে আরও ৪ মাস
ভোজ্যতেল

উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভোজ্যতেলের মূল্য সংযোজন ভ্যাট মওকুফের মেয়াদ চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।


মঙ্গলবার (৩ জাানুয়ারি) এনবিআর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।


এদিকে এনবিআর বলেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ভোজ্যতেলের দাম আশানুরূপ না কমার পরিপ্রেক্ষিতে দেশীয় বাজারে দাম সহনীয় রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।


মিল মালিকরা বলেছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম অয়েলের দাম কিছুটা কমলেও ডলারের দাম বাড়ার কারণে দেশে পণ্যটির দাম কমানো সম্ভব হচ্ছে না।


বর্তমানে ভোজ্যতেলে আমদানি পর্যায়ে ৫ শতাংশ ছাড়া আর কোনো স্তরে ভ্যাট নেই। এ সুবিধা তিন দফা পর্যন্ত বাড়ানো হয়।


সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, ভ্যাট মওকুফ সুবিধা অব্যাহত না রাখা হলে ভোজ্যতেলের শুল্ক-কর হার বেড়ে যাবে। এর নেতিবাচক প্রভাব পড়বে বাজারে। সে জন্য আমাদের দাবি হচ্ছে, বর্তমান যে সুবিধা রয়েছে তার মেয়াদ আগামী বাজেট পর্যন্ত বহাল রাখা হোক।