পিস্তল-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৫১ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৩


পিস্তল-গুলিসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
আটক আব্দুস শুক্কুর

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে 'গোলাগুলি করে পালানোর সময়' বিদেশি পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।


রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ এপিবিএন এর সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ জানান, মঙ্গলবার (৩ জানুয়ারি) মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়েছে।


আটক আব্দুস শুক্কুর (২৮) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার আব্দুর রহিমের ছেলে।


এএসপি ফারুক বলেন, মঙ্গলবার মধ্যরাতে উখিয়ার ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩৫ ও বি-৩৭ ব্লকে কতিপয় অস্ত্রধারী দুষ্কৃতিকারি গোলাগুলি করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারিরা দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। 


" পরে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে পাওয়া যায় ১ টি বিদেশি পিস্তল ও ৩ টি গুলি। "


আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এএসপি ফারুক।


আরএক্স/