Logo

ইভটিজিংয়ে বাধা দেয়ায় প্রধান শিক্ষকের উপর হামলা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
19Shares
ইভটিজিংয়ে বাধা দেয়ায় প্রধান শিক্ষকের উপর হামলা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় ইভটিজিংয়ে বাধা দেয়ায় মো. সালেহ উদ্দিন (৪০) নামের এক প্রধান শিক্ষককে উপুর্যপুরি ছুরিকাঘাত ও হাতুড়িপেটা করেছে বখাটেরা। শুক্রবার রাত ...

বিজ্ঞাপন

কক্সবাজারের চকরিয়ায় ইভটিজিংয়ে বাধা দেয়ায় মো. সালেহ উদ্দিন (৪০) নামের এক প্রধান শিক্ষককে উপুর্যপুরি ছুরিকাঘাত ও হাতুড়িপেটা করেছে বখাটেরা। শুক্রবার রাত ৯টায় উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় এই ঘটনা ঘটে।

বখাটেদের হামলায় আহত শিক্ষক মো. সালেহ উদ্দিন চরণদ্বীপ উপক‚লীয় ভূমিহীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একই ইউনিয়নের হাজী মৌলানা হাবিবুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

আহতের ভাই মো. শরীফুল ইসলাম জানান, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে প্রতিনিয়ত উত্যক্ত করতো স্থানীয় আবদুল হাফেজের ছেলে ইব্রাহিম খলিলের নেতৃত্বে ৪-৫ জন বখাটে। এনিয়ে ইতোমধ্যে বেশ কয়েববার সালিস-বিচারও হয়েছে। গত এক সপ্তাহ আগেও একই ঘটনা ঘটলে আবারও সালিশ হয়। সালিশে মুচলেকা দিয়ে ছাড়া পায় বখাটে ইব্রাহিম ও খলিল।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত আনুমানিক ৯টায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালেহ উদ্দিন স্থানীয় ফুলকাটা সড়কের মাথায় পৌঁছলে বখাটে ইব্রাহিম ও খলিলের নেতৃত্বে ৪-৫ জন বখাটে অতর্কিত হামলা করে। বখাটের দল ওই শিক্ষককে উপুর্যপুরি ছুরিকাঘাত ও হাতুড়িপেটা করে। এসময় প্রধান শিক্ষক সালেহ উদ্দিনের চিৎকারে লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন ওই শিক্ষককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জনবাণীকে জানান, ঘটনাটি শুনেছি। তবে এই ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। তারপরও প্রধান শিক্ষকের উপর হামলাকারি বখাটেদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD