মামলা ছাড়াই ৫ লাখ টাকার ঋণ অবলোপনের সুযোগ দিলো কেন্দ্রীয় ব্যাংক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৩ পূর্বাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৩


মামলা ছাড়াই ৫ লাখ টাকার ঋণ অবলোপনের সুযোগ দিলো কেন্দ্রীয় ব্যাংক
কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংক খাতের খেলাপি ঋণ কমাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কারণে ঋণ অবলোপন নীতিমালায় শিথিলতা আনা হয়েছে। 


জানা গেছে, এখন থেকে পাঁচ লাখ টাকার খেলাপি ঋণ ব্যাংকগুলো মামলা না করে অবলোপন করে ব্যালান্স শিট থেকে বাদ দিতে পারবে।


বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।


নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কৃষি এবং অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি ক্ষুদ্র অঙ্কের ঋণের মামলার খরচ যদি ঋণের অঙ্কের চেয়ে বেশি হয় তাহলে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ অবলোপন করতে মামলা করতে হবে না।  


ইসলামী শরীয়াহভিত্তিক ব্যাংকগুলোও তাদের বিনিয়োগের ক্ষেত্রে এ নীতিমালা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।