ফের বাড়ছে সোনার দাম


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:১২ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৩


ফের বাড়ছে সোনার দাম
বাড়ছে সোনার দাম

দেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা। এ পরিস্থিতিতে আবারও বাড়তে যাচ্ছে সোনার দাম। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।


জানা গেছে, দেশের বাজারে সর্বশেষ দাম বাড়ার পর এরই মধ্যে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৪০ ডলারের ওপরে বেড়েছে। তাছাড়া স্থানীয় বাজারেও তেজাবী সোনার দাম বেড়েছে।


শনিবার (৭ জানুয়ারি) এই কমিটি সোনার দাম নির্ধারণ করা নিয়ে বৈঠকে বসবে। ওই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে সোনার দাম কী পরিমাণ বাড়ানো হবে। 


সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়। তার আগে ৪ ডিসেম্বর এবং ১৮ ও ১৩ নভেম্বর সোনার দাম বাড়ায় বাজুস।