মিরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৬ পূর্বাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৩


মিরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার
পল্লবীর কালশীর বাউনিয়া বাঁধ

রাজধানীর পল্লবীর কালশীর বাউনিয়া বাঁধ এলাকার একটি বাসা থেকে আঁখি আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


রবিবার (৮ জানুয়ারি) কালশীর বাউনিয়া বাঁধ এলাকায় এই ঘটনাটি ঘটে।


নিহত আঁখির গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা থানায়।


পল্লবী থানার এসআই পার্থ মল্লিক বলেন, খবর পেয়ে মিরপুরের কালশী বাউনিয়া বাঁধ এলাকার একটি বাসা থেকে আঁখি আক্তারের মরদেহ উদ্ধার করি। তার মরদেহ ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় পেঁচানো অবস্থায় ছিলো।


তিনি আরও বলেন, ওই নারীর স্বামী সজীব একজন গাড়িচালক। পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আঁখি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।