নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না: ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:২৯ পূর্বাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারকে পরাজিত করা হবে। তিনি বলেন, গ্রেফতার, হত্যা ও কারাগারে নির্যাতন করে আন্দোলন বন্ধ করা যাবে না।
সোমবার (৯ জানুয়ারি) কারামুক্ত হয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অত্যাচার যতো বেশি করবে তত বেশি মানুষ ফুঁসে উঠবে। আন্দোলনের মধ্য দিয়ে তাদের পরাজিত করবে। আন্দোলন আরও তীব্র করতে হবে।
তিনি বলেন, আল্লাহর রহমতে ও আপনাদের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজকে শুধু দু’জন বেরিয়ে এসেছি। এখনও আমাদের হাজারও নেতাকর্মী কারাগারে রয়েছেন। তারা অমানবিক কষ্ট শিকার করছেন। তারা মানবেতর জীবন কাটাচ্ছেন।
বিএনপির পিছু হটবার আর কোনো পথ খোলা নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমাদের শুধু সামনে এগিয়ে চলতে হবে। আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব।
খালেদা জিয়ার মুক্তি এখন সময়ের ব্যাপার উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আপনাদের চাপের মুখে সরকার তাকে মুক্তি দিতে বাধ্য হবেন।