সাপাহারে বোরো বীজতলায় আগাছা নাশক স্প্রে করে চারা নষ্ট


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০০ এএম, ১১ই জানুয়ারী ২০২৩


সাপাহারে বোরো বীজতলায় আগাছা নাশক স্প্রে করে  চারা নষ্ট
জুয়েল রানা

উপজেলার তিলনা ইউনিয়নের বাদ উপরইল গ্রামের জুয়েল রানা নামের এক কৃষকের বোরো বীজতলায় পুর্ব শক্রুতার জের ধরে কেবা কাহারা আগাছা নাশক স্প্রে করে  ধানের চারা পুড়িয়ে ফেলেছে।  


ক্ষতিগ্রস্ত বোরো চাষি জুয়েল রানা জানান,তার ১০/১৫ বিঘা জমিতে  চলতি মৌসুমে বোরো ধান চাষাবাদের লক্ষে তিনি এবার বীজতলায় উচ্চ ফলনশীল জাতের বোরো ধান বীজ বপন করেন। ধানের চারা রোপনের উপযুক্ত হওয়ার পুর্ব মুহুর্তেই  ৩/৪ দিন পুর্বে কেবা কাহারা রাতের অন্ধকারে তার বীজ তলায় আগাছা নাশক স্প্রে করে পালিয়ে গেছে । 


এদিকে কুয়াশা কেটে রোদ দেখা দিলে বীজতলার চারা শুকিয়ে বিবর্ণ হতে শুরু করে। বীজতলায় আগাছা নাশক স্প্রে করার কারনে  চারাগুলে শুকিয়ে মরে যাচ্ছে ।  


ক্ষতিগ্রস্থ কৃষক জুয়েল উপজেলা কৃষি বিভাগকে বিষয়টি অবগত করলে উপজেলা কৃষি বিভাগের তিলনা জামালপুর ব্লকের দায়িত্বে নিয়োজিত  উপ সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাকিম হোসেন মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত ওই বীজতলা পরিদর্শন করেন। তিনি বীজতলার অবস্থা দেখে প্রাথমিক ভাবে ওই বীজতলায় আগাছা নাশক স্প্রে করা হয়েছে বলে সাংবাদিকদের জানান। এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি।


আরএক্স/