‘বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে বাধা নেই’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪১ পূর্বাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৩

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচি করতে আরও কোনোও বাধা নেই।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ডিএমপি কমিশনারের সঙ্গে সফল আলোচনা করেছি। কর্মসূচি করতে প্রশাসনের পক্ষ থেকে আর বাধা নেই। আগামীকাল পূর্বনির্ধারিত যে কর্মসূচি তা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করা হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপি নেতারা।