সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইজতেমা করতে হবে: আইজিপি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০০ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৩
ইজতেমার আয়োজকদের উদ্দেশ্যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দুই পক্ষকে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইজতেমা করতে হবে। সবার সম্মিলিত চেষ্টায় নিরাপদে ও শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে ইজতেমার সার্বিক নিরাপত্তা সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।
আইজিপি মাামুন বলেন, ইজতেমাকে কেন্দ্র করে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি বলেন, ইজতেমাস্থলের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, নৌ টহল, বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত টিম দায়িত্ব পালন করবে।
টঙ্গীতে আগামী ১৩-১৫ জানুয়ারি এবং ২০-২২ জানুয়ারি-এই দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।