বিএনপির গণঅবস্থান: রাজধানীতে তীব্র যানজট, দুর্ভোগে নগরবাসী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২৪ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৩
নয়াপল্টনে বিএনপির গণঅবস্থান কর্মসূচির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগ পোহাতে দেখা গেছে যাত্রীদের। বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল থেকে কাকরাইল মোড়ের সড়ক যান চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়। এতে নয়াপল্টন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সরেজমিন দেখা গেছে, নয়াপল্টনের রাস্তায় গণঅবস্থান কর্মসূচির কারণে পুরানা পল্টন মোড়ে থেকে নাইটিঙ্গেলমুখী সড়ক, দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুলমুখী সড়কে বেলা ১১টা থেকেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে বিএনপির গণ অবস্থান কর্মসূচির অনুমতি শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘অনেকগুলো রাজনৈতিক দল অনুমতি চেয়েছে।
তিনি বলেন, আমি বলেছি যেহেতু বুধবার লাখ লাখ মানুষ অফিসের জন্য যাতায়াত করবে, তাই যানচলাচল যেন বন্ধ না হয়। যান চলাচল বন্ধ না করে কর্মসূচি পালনের কথা বিএনপিকে বলা হয়েছে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং আমাদের তরফ থেকে সকল ধরনের নিরাপত্তা সহ অন্যান্য সহযোগিতা পাবে।