সময় বেড়েছে এসএসসির ফরম পূরণের


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৮ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৩


সময় বেড়েছে এসএসসির ফরম পূরণের
সময় বেড়েছে এসএসসির ফরম পূরণের

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। জানা গেছে, আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে।


এর আগে, বিলম্ব ফিসহ ফরম পূরণের শেষ সময় ছিল ৯ জানুয়ারি। তবে, মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বর্ধিত সময়ের তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি।


শিক্ষা বোর্ডগুলো এসএসসি পরীক্ষার ফরম পূরণের ফি নির্ধারণ করে দিয়েছে। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি ২ হাজার ২০ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি ২ হাজার ১৪০ টাকার মধ্যে বোর্ড ফি ১ হাজার ৬২৫ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ২ হাজার ২০ টাকা ফির মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা ও কেন্দ্র ফি ৪৮৫ টাকা।