আজ রোজ ডে, জেনে নিন কাকে কেমন গোলাপ দিবেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ফেব্রুয়ারি
মাস মানেই ভালোবাসায় ভরপুর এক মাস। বিশেষ করে তরুণদের জন্য এই মাস একটু বাড়তি উচ্ছ্বাসের,
উদ্দীপনার। কেউ কেউ অধীর অপেক্ষার প্রহর গোনেন এ মাসের জন্য। আবার কেউ কেউ ভ্যালেন্টাইন
ডে’ (ভালোবাসা দিবস) প্ল্যান-পরিকল্পনা সেরে রাখেন বহু আগেই।
প্রতি
বছর ৭ ফেব্রুয়ারি ‘রোজ-ডে’ (গোলাপ দিবস) পালনের মধ্য দিয়েই ভ্যালেন্টাইন-উইকের
শুরু। আজ (সোমবার) রোজ ডে দিয়েই শুরু হলো ভালোবাসা সপ্তাহ।
প্রিয়জনের
হাতে গোলাপ তুলে দেওয়ার দিন আজই। ভালোবাসার ফুল গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদাই
সবার উপরে। এখন অনেক রঙের গোলাপ পাওয়া যায়। লাল হলুদ সাদা গোলাপি নানা রঙের গোলাপের
সৃষ্টি একেবারেই খামাখা নয়। ভিন্ন ভিন্ন রঙে গোলাপের আবেদনও ভিন্ন। রোজ ডেতে যারা উইশ
করবেন, তাদের জেনে রাখা ভাল গোলাপের এই রঙের মাহাত্ম্য। তাই এই বিশেষ দিনে জেনে নিন
কোন গোলাপের রঙের মানে কি!
রেনবো গোলাপ: এটি এখন ফ্যাশন, কাউকে রঙিন জীবনের বার্তা
পাঠাতে এই রঙের ফুল উপহার দিন।
হলুদ গোলাপ: এই গোলাপ বন্ধুত্বের প্রতীক। দীর্ঘদিনের
কাছের বন্ধুর হাতে আজ তুলে দিন এই ফুল।
নীল গোলাপ: রহস্যময় সম্পর্কের প্রতীক এই ফুল। তাই
ভেবে চিন্তেই এই ফুল কাউকে দেওয়া উচিত।
সাদা গোলাপ: শান্তির প্রতীক এই গোলাপ। সাধারণত কাউকে
আন্তরিকতা বোঝাতে দেওয়া হয় এই গোলাপ।
গোলাপী গোলাপ: কমনীয়তা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। কারুর
প্রতি কৃতজ্ঞ থাকলে এই ফুল দিন।
লাল গোলাপ: লাল গোলাপ ভালোবাসার প্রতীক। কাউকে ভালোবেসে
থাকলে, কিংবা প্রেমের প্রস্তাব দিতে আজ বেছে নিন এই রং।
বার্গেন্ডি গোলাপ: কারুর রূপে মুগ্ধ হয়ে থাকলে নিঃসন্দেহে
তাঁর হাতে তুলে দিন এই গোলাপ।
বিভিন্ন রঙের গোলাপ: এই গোলাপ প্রকৃত ভালোবাসা উজার করে বোঝাতে
সাহায্য করবে, যার মধ্যে বন্ধুত্ব, আবেগ, ভালোবাসা, শান্তি, সৌন্দর্য সবই থাকবে।
ওআ/